পদ্মার সাড়ে ১২ কেজির বোয়াল ১৩ হাজারে বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০১:০৪ পিএম, ২৬ জুন ২০২৩

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১২ কেজি ওজনের বোয়াল।

সোমবার (২৬ জুন) সকালে হরিরামপুরের আন্ধারমানিক ট্রলার ঘাট মৎস্য আড়তে বোয়ালটি বিক্রি করতে আসেন শ্যামল হালদার। মাছটি কিনে নেন আড়তদার সুমন রাজবংশী রাধু। তিনি বয়রা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড সদস্য।

এর আগে রোববার মধ্যরাতে উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের শ্যামল হালদারের ভেসাল জালে মাছটি ধরা পড়ে।

জেলে শ্যামল হালদার বলেন, পদ্মা নদীতে ভেসাল জাল দিয়ে দীর্ঘদিন ধরে মাছ ধরি। বড় মাছ ধরলে ভালো লাগে। আড়তদার রাধু দাদা মাছটি খাওয়ার জন্য নিয়েছেন। তাই রাধু দাদার কাছে ১৩ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি।

সুমন রাজবংশী জানান, বিশালাকৃতির বোয়াল মাছটি আড়তে তোলার পর দেখতে আশপাশের মানুষ ভিড় জমান। দরদাম করে তিনি মাছটি ১৩ হাজার ২০০ টাকায় কিনেছেন।

তিনি আরও জানান, বেশ কয়েকজন ক্রেতা মাছটি আরও বেশি দামে কিনে নিতে চেয়েছিলেন। কিন্তু মাছটি বিক্রি না করে নিজেরা খাওয়ার জন্য নিয়েছেন।


বি.এম খোরশেদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।