যশোরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০২:৫০ এএম, ২৭ জুন ২০২৩
স্বজনদের আহাজারি

যশোরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে জসিম উদ্দিন (৩০) নামে মৎস্য হ্যাচারির এক কর্মকর্তা খুন হয়েছেন। সোমবার (২৬ জুন) রাত ৯টায় যশোর শহরের বকচর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে ও স্থানীয় ভাই ভাই গোল্ডেন হ্যাচারির ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে ব্যবসার কাজে জসিম মণিরামপুর থেকে যশোর শহরে যান। শহরের বকচর শেখ হাসিনা সফটওয়্যার পার্ক এলাকায় দুবৃর্ত্তদের ছুরিকাঘাতের শিকার হন। স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জসিমের ভাই নয়ন হোসেন বলেন, মোটরসাইকেলযোগে জসিম হ্যাচারির কাজ শেষে রিপন নামে তার এক সহকর্মীর সঙ্গে যশোরে আসে। কী কারণে যশোরে এসেছিল সেটা জানি না। রাতে খবর পেয়েছি জসিমকে কারা ছুরি মেরেছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এসে দেখি ভাইয়ের মরদেহ মর্গে। এর কিছু বলতে পারছি না।

তিনি আরও বলেন, রিপন নামে যে সহকর্মী ছিলেন তার ফোনও বন্ধ পাচ্ছি।

জসিমকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আরিয়ান জানান, শহরের বকচর কোল্ড স্টোরের সামনে তাকে রক্তাক্তা অবস্থায় পড়ে থাকতে দেখি। হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের ডা. জসিম উদ্দিন জানান, মৃত অবস্থায় এক পথচারী জসিমকে জরুরি বিভাগে আনেন। তার শরীরের বামপাশে কিডনি বরাবর একটি এবং উরুতে একটি ছুরিকাঘাতের চিহৃ পাওয়া গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে।

মিলন রহমান/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।