ঈদের পর আন্দোলন আরও বেগবান হবে: মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ২৮ জুন ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের আন্দোলন চলমান রয়েছে। ঈদের পর আন্দোলন আরও বেগবান হবে। জনগণের দাবি মেনে নিয়ে সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে।’

বুধবার (২৮ জুন) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে দলীয় কার্যালয়ে জিয়াউর রহমান স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

jagonews24

তিনি বলেন, ‘সরকার জনগণের ইচ্ছার বাইরে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। তবে দেশের মানুষের এখন একটি লক্ষ্য তারা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশের অর্থনীতিকে লুট করে বিদেশে পাঠিয়ে দেওয়া।’

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আমিনসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।