মির্জা ফখরুল

৭১-এর মতোই এখন বাংলাদেশের আন্দোলন সারা পৃথিবী সমর্থন করছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ৩০ জুন ২০২৩

১৯৭১ সালের মতোই এখন বাংলাদেশের আন্দোলনকে সারা পৃথিবী সমর্থন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩০ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, এখন বিশ্ব বলা শুরু করেছে, বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার দরকার। যে সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে। এ কারণেই আন্দোলন হচ্ছে। আন্দোলন প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলেই সারা পৃথিবীর জনগণ এই আন্দোলনকে সমর্থন করছে। ঠিক যেভাবে ১৯৭১ সালে বাংলাদের আন্দোলনকে সারা পৃথিবী সমর্থন করেছিল।

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নুর শাহাদাত সজল, সাধারণ সম্পাদক ফয়সল আমিনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তানভীর হাসান তানু/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।