অপহরণের ৭ দিনপর রোহিঙ্গা দুই যুবক উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:০০ পিএম, ৩০ জুন ২০২৩

কক্সবাজারের টেকনাফে অপহরণের সাতদিন পর রোহিঙ্গা দুই যুবককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ জুন) সকাল ৭টার দিকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ের ভেতর থেকে তাদের উদ্ধার করে পুলিশ।

উদ্ধাররা হলেন- টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ব্লক-এ/৫ এর সলিমুল্লাহের ছেলে মোহাম্মদ ইলিয়াস (২৩) ও একই ব্লকের মোহাম্মদ আলমের ছেলে রবি আলম (২৬)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক পুলিশ সুপার জামাল পাশা জানান, গত শুক্রবার রাত ৮টার দিকে রোহিঙ্গা শরণার্থী ক্যাস্প-২৬ শালবাগান এ/০৭ ব্লকের পানের দোকানের সামনে থেকে অজ্ঞাত ৮/১০ জন অস্ত্রধারী সন্ত্রাসীরা দুজন রোহিঙ্গাকে অপহরণ করে ক্যাম্পের পশ্চিম পাশে গহীন পাহাড়ে নিয়ে যায়।

আরও পড়ুন: উখিয়ায় গুলিবিদ্ধ ২ রোহিঙ্গা যুবক উদ্ধার

পরে শালবাগান এপিবিএন পুলিশ সম্ভাব্য সব জায়গায় বিশেষ অভিযান চালিয়ে এপিবিএনের আভিযানিক তৎপরতায় উদ্ধার অভিযান অব্যাহত থাকা অবস্থায় ৩০ জুন সকাল ৭টার দিকে অপহরণকারীরা ভিকটিমদের শালবাগান ক্যাম্পের এ/০৯ ব্লকের কাঁটাতার বেস্টনির বাইরের পাহাড়ের পাদদেশে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান।

তিনি আরও জানান, সংবাদ পেয়ে শালবাগান এপিবিএন পুলিশ ভিকটিমদের উদ্ধার করে ফ্রেন্ডশিপ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ভিকটিমদের তাদের পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

টেকনাফে বিগত সাত মাসে ৮৫ জনের অধিক লোক অপহরণের শিকার হয়েছেন। প্রত্যেক ভিকটিম অপহরণকারীদের মোটা অংকের মুক্তিপণের টাকা দিয়ে ফেরত আসে। মুক্তিপণের টাকা দিতে না পারায় টমটম (ইজিবাইক) চালকসহ চারজনকে অপহরণকারীরা খুন করে। এদের মাঝে একদিনেই কক্সবাজারের তিনজনকে খুন করা হয়।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।