রোহিঙ্গা ক্যাম্পে অপহরণকালে আহত কিশোর উদ্ধার, আটক ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ৩০ জুন ২০২৩

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের সময় এক রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী চক্রের দুই সদস্যকেও গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।

শুক্রবার (৩০ জুন) সকাল ১০টার দিকে টেকনাফের আলিখালী ক্যাম্প-২৫ এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ নয়াপাড়া এপিবিএন ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈন উদ্দিন।

উদ্ধার কিশোরের নাম আরেস খান (১৪)। সে টেকনাফ শালবাগান রোহিঙ্গা ক্যাম্প-২৬ ব্লক-এফ/৫ এর হামিদুল্লাহর ছেলে।

গ্রেফতাররা হলেন- শালবাগান ক্যাম্প-২৬ এফ/৫ ব্লকের করম আলীর ছেলে রহমত উল্লাহ (২৪) ও ক্যাম্প-২৪ এর ব্লক- এফের মো. সলিমের ছেলে মো. ইব্রাহিম প্রকাশ সাদেক হোসেন (১৭)।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন নয়াপাড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈন উদ্দিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আলীখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৫ এর ব্লক- ডি/২৪ এলাকায় কাঁটাতারের বাহিরে পাহাড় সংলগ্ন এলাকা হতে অপহরণকারী চক্রের দুই সদস্য রোহিঙ্গা কিশোর আরেস খানকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় চিৎকার দেয়। সেটি শুনে আশপাশের রোহিঙ্গারা এগিয়ে এলে তারা থমকে দাঁড়ায়। তাদের পাশাপাশি এপিবিএন পুলিশও ঘটনাস্থলে এলে অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করা সম্ভব হয়। এসময় গুরুতর আহত অবস্থায় কিশোর হারেসকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসা কমান্ডার নিহত

তিনি আরও জানান, আহত আরেসকে উদ্ধার করে প্রথমে ক্যাম্প-২৫ এর (আইআরসি) হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।

এর আগে গত সপ্তাহে অপহরণের শিকার দুজনকে ৮ দিনের মাথায় উদ্ধার করতে সক্ষম হয়েছে এপিবিএন। শুক্রবার ভোরে পাহাড়ের পাদদেশ হতে তাদের উদ্ধার করা সম্ভব হলেও অপহরণকারী কাউকে ধরা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে- আরেক কিশোর অপহরণ কালে ধৃতরা আগের অপহরণ ঘটনায়ও জড়িত থাকতে পারে।

টেকনাফে বিগত ৭ মাসে ৮৫ জনের অধিক লোক অপহরণের শিকার হয়েছে। প্রত্যেক ভিকটিম অপহরণকারীদের মোটা অংকের মুক্তিপণের টাকা দিয়ে ফেরত আসে। মুক্তিপণের টাকা দিতে না পারায় টমটম (ইজিবাইক) চালকসহ পাঁচজনকে অপহরণকারীরা খুন করে। এদের মাঝে একদিনে কক্সবাজারের তিনজনকে খুন করা হয়। সম্প্রতি আরেকজনের হাত-পা বাঁধা মরদেহটি উদ্ধার করা হয়।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।