বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ম্যাচ, জয়ীরা পেলো রাজহাঁস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ০১ জুলাই ২০২৩

জয়পুরহাটের বিভিন্ন এলাকায় চলছে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ। গ্রামে-গঞ্জে প্রত্যেক ঈদের সময়ই এ ধরনের খেলা উপভোগ করতে জড়ো হন বিবাহিত ও অবিবাহিত দল। আর তাই খেলায় অংশ নেওয়া দল দুটিকেও এ নাম দেওয়া হয়।

শুক্রবার (৩০ জুন) বিকেলে এমন উত্তেজনাকর একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় জয়পুরহাট সদর উপজেলার গংগাদাসপুর গ্রামের মাঠে। অবিবাহিতরা ফুটবলে মাঠে লড়েছেন বিবাহিতদের সঙ্গে। বিজয়ী হয়েছে বিবাহিতরা।

আরও পড়ুন: মাদারীপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর

টানটান উত্তেজনায় অবিবাহিতদের সঙ্গে লড়াই করে ১ গোলে বিজয় ছিনিয়ে এনেছেন বিবাহিতরা। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একটি রাজহাঁস কেনার টাকা ।

গ্রামের তরুণরা আয়োজন করে এই প্রীতি ফুটবল ম্যাচের। ১ গোল দিয়ে অবিবাহিতদের হারিয়ে দেন বিবাহিতরা। আর কোনো গোল না দিয়েই মাঠ ছাড়তে হয় অবিবাহিতদের।

খোলা মাঠে ধানক্ষেতে খেলা হলেও আয়োজনের কোনো কমতি ছিল না। মাঠের চারপাশে গ্রামের ছেলে মেয়েরাসহ দর্শকও ছিল অনেক।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।