দবিরুল ইসলামের সমাধিতে ছাত্রলীগ সভাপতির শ্রদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:২৪ এএম, ০২ জুলাই ২০২৩

ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ভাষা সৈনিক মুহম্মদ দবিরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

শুক্রবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাবুনিয়া গ্রামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

saddam-(2).jpg

এর আগে বামুনিয়া গ্রামে এ নেতার বাসভবনে গিয়ে ছাত্রলীগের তাদের খোঁজখবর নেন। অ্যাডভোকেট দবিরুল ইসলামের সহধর্মিণীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় ভাষা সৈনিক দবিরুল ইসলামের পরিবার ও এলাকাবাসী কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ তার সফর সঙ্গী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

তানভীর হাসান তানু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।