হবিগঞ্জ

কাঁচা মরিচের ঝালে দিশেহারা মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১১:২৯ এএম, ০২ জুলাই ২০২৩

সারাদেশের মতো হবিগঞ্জেও বেড়েছে কাঁচা মরিচের দাম। সাধ্যর বাইরে দাম হওয়ায় অনেকেই এখন রান্নায় এর ব্যবহার বাদ দিয়ে দিয়েছেন। ঈদের আগের দিন ৫০০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে হাজার টাকায়।

পুরানমুন্সেফী এলাকার বাসিন্দা সৈয়দ মোহাম্মদ দিলাল বলেন, কাঁচা মরিচের কেজি এক হাজার টাকায় উঠেছে। এখন আর এটি কেনার মতো নয়। তাই রান্নায় কাঁচা মরিচের ব্যবহার বাদ দিয়েছেন। ৩০/৪০ টাকা কেজির কাঁচা মরিচও এমন দাম হতে পারে তা কখনও কল্পনাও করিনি।

সবজি বিক্রেতা শংকর বলেন, ৮০০-৯০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনে আনতে হয়। এক কেজি কাঁচা মরিচ বিক্রি করে যদি এক-দেড়শ টাকা না পাওয়া যায় তবে পুষানো যাবে না। আর কাঁচা মরিচের দাম শুনে কেউ কিনতে চায় না। তাই আপাতত কাঁচা মরিচ বিক্রি বন্ধ রেখেছি।

Habigonj2.jpg

আরও পড়ুন: সকালে কাঁচা মরিচের কেজি এক হাজার, বিকেলে ৮৫০

ভাদৈ এলাকার তাহির মিয়া বলেন, ৮০০ থেকে ৯০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। সারাদিনে আধাকেজি কাঁচা মরিচও বিক্রি করা যায় না।

ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা শফিক মিয়া বলেন, একদিকে প্রচণ্ড বৃষ্টি। অপরদিকে কাঁচা মালের মাত্রাতিরিক্ত দাম। তাই মাল কিনিনি। বিক্রি করা সম্ভব নয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।