বিয়ের দাবিতে কলেজছাত্রের বাড়িতে ৩ সন্তানের জননীর অনশন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৩ জুলাই ২০২৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিয়ের প্রলোভনে তিন সন্তানের জননীকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে জুয়েল মণ্ডল রহিম (২০) নামের এক কলেজছাত্রের বিরুদ্ধে।

বিয়ের দাবিতে রোববার (২ জুলাই) সকাল থেকে প্রেমিক জুয়েলের বাড়িতে অনশন করছেন ওই নারী। অনশনের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে প্রেমিক রহিমের বাড়িতে উৎসুক জনতার ভিড় জমেছে।

অভিযুক্ত কলেজ পড়ুয়া জুয়েল উপজেলার ইদিলপুর ইউনিয়নের ইদিলপুর গ্রামের আব্দুল খালেক মণ্ডলের ছেলে।

আরও পড়ুন: স্বামীকে তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে অনশন

স্থানীয়রা জানান, রহিমের সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন ওই নারী। এরই ধারাবাহিকতায় শনিবার (১ জুলাই) রাত ১০টার দিকে রহিম ওই নারীর সঙ্গে দেখা করতে গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এসময় ওই নারীর স্বামী টের পেয়ে তাদের হাতে-নাতে ধরে ফেলে। পরে ঘটনা নিয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য-সদস্যসহ এলাকাবাসী রাতভর দেনদরবার করেও কোনো সুরাহা করতে পারেনি। অবশেষে ওই নারীর স্বামী সংসার করবে না বলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাধ্য হয়ে তিনি কলেজ পড়ুয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করতে থাকে। অবস্থা বেগতিক দেখে স্বজনদের সহযোগিতায় রহিম বাড়ি থেকে পালিয়ে যায়।

অনশন করা নারী বলেন, বিয়ের প্রলোভনে রহিম আমার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। এখন বিয়ে না করা পর্যন্ত আমি এই বাড়ি ছাড়বো না।

এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান জাগো নিউজকে বলেন, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গ্রামপুলিশ দিয়ে পাহারার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

শামীম সরকার শাহীন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।