জামালপুরে অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৬ জুলাই ২০২৩

জামালপুরে অস্ত্র ও গুলিসহ রশিদ মোল্লা (৪৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ জুলাই) রাতে পৌর শহরের রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পিছনে রেল কলোনির ঢালাই সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। রশিদ মোল্লা কেরানীগঞ্জের কামরাঙ্গীচরের চাঁন মিয়া মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ।

আরও পড়ুন: ছড়িয়ে পড়ছে গরুর ল্যাম্পি স্কিন রোগ, আতঙ্কে খামারি-কৃষক

পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ জানান, রশিদ মোল্লা একজন পেশাদার সন্ত্রাসী। একই সঙ্গে সে ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরকসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে শহরের রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পিছনের রেলওয়ে কলোনিতে অভিযান চালিয়ে রশিদ মোল্লাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি একটি দেশীয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও আসামিকে সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

তার নামে কুমিল্লা সদর দক্ষিণ থানায় দুটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। এছাড়াও বকশীগঞ্জ থানায় একটি ডাকাতি মামলায় তার সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মো. নাসিম উদ্দিন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।