রেলওয়ে ক্লাবে জুয়ার আসর, কাউন্সিলরসহ গ্রেফতার ১৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ০৭ জুলাই ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়ার আসর থেকে ওয়ার্ড কাউন্সিলরসহ ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ জুলাই) মধ্যরাতে আখাউড়া রেলওয়ে জংশনের পশ্চিম পার্শ্বে রেলওয়ে ক্লাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে শুক্রবার (০৭ জুলাই) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে আখাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুজন মিয়া (৩০) রয়েছেন।

গ্রেফতার অন্যরা হলেন, বাবুল মিয়া (৬০), সবুজ খন্দকার (৩৫), আমজাদ হোসেন (৩০), আব্দুর রউফ (৪৪), সোহাগ খান (৩০), এমদাদুল ইসলাম ভূইয়া (৫০), মো. রবিউল (৩০), মজিবুর (৫৫), মো. ফরিদ মিয়া (৬০), ফুল মিয়া (৬৮), ফখরুল মিয়া (৪৫) ও মো. ইমরান (৪৮)।

ওসি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে আখাউড়া রেলওয়ে জংশনের পশ্চিম পার্শ্বে রেলওয়ে ক্লাবে অভিযান পরিচালনা করা হয়। সেখানে জুয়া খেলার সময় ১৩ জনকে আটক করা হয়। এসময় নগদ এক লাখ ৪০ হাজার টাকা ও ১০৪ টি তাস কার্ড জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি আসাদুল ইসলাম।

আবুল হাসনাত মো. রাফি/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।