ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরের কামড়ে আহত ১০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৯ জুলাই ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (৯ জুলাই) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাতজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- হামিদা (২৪), লামিম (৬), মিহির (১২), ইয়ামিন (৫), লামিছা (৩), ফাহিম (১০), খাদিজা (১০)।

jagonews24

আহতের স্বজন ও স্থানীয়রা জানান, উপজেলার খাড়াসার গ্রাম থেকে একটি পাগলা কুকুর সকাল থেকেই উৎপাত শুরু করে। কুকুরটি খাড়াসার থেকে পথচারীদের কামড় দেয়। পরে তারুয়া, খারাসার ও নাওঘাট এলাকায় যায়। সেখানে নারী-শিশুদের কামড় দেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বেওয়ারিশ কুকুরের কামড়ে অর্ধশত গরু-ছাগলের মৃত্যু 

jagonews24

তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান বাদল সাদির জানান, পাগলা কুকুরের কামড়ে বেশ কয়েকজন আহত হওয়ার বিষয়টি জেনেছি। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমেদ বলেন, এ ঘটনা সম্পর্কে আমরা অবগত নই। খোঁজ নিয়ে পরে বলা যাবে।


আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।