কক্সবাজারে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:৪৫ পিএম, ০৯ জুলাই ২০২৩

কক্সবাজারে মাদক মামলায় সৈয়দ আলম ওরফে ভূট্টো (৪২) নামের একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মামলায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (৯ জুলাই) দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। একই মামলায় অপর ৩ আসামিকে খালাস দেওয়া হয়।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে দুই মাদক কারবারির ২২ বছরের কারাদণ্ড

সৈয়দ আলম ওরফে ভূট্টো কক্সবাজারের টেকনাফ পৌরসভার আউলিয়াবাদ এলাকার মৃত রহমত হোসাইনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, অ্যাডভোকেট সৈয়দ আলম, অ্যাডভোকেট নুর সোলতান ও অ্যাডভোকেট মো. তানভীর শাহ মামলাটি পরিচালনা করেন।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।