সাংবাদিক নাদিম হত্যা

সাংবাদিকদের সঙ্গে বাদীপক্ষের আইনজীবীর মতবিনিময়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২৩ এএম, ১৩ জুলাই ২০২৩

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের এক মাস অতিবাহিত হতে চলেছে। কিন্তু এখনো এজাহারভুক্ত ১৭ আসামি ধরাছোঁয়ার বাইরে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সাংবাদিক, পেশাজীবী লোকজনসহ পরিবারের লোকজন। তাই দ্রুত সময়ের মধ্যে সব আসামিকে গ্রেফতারের দাবিতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী।

বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার জামিরবাগ এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহিন আল-আমিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইউসুফ আলী।

এছাড়া জামালপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুভ মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ হীরা, জামালপুর প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল, বকশীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাদিস বাবু, মুজাহিদ বিল্লাহ বাবু, মডেল প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, নিহত নাদিমের বাবা আব্দুল করিম, স্ত্রী মনিরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, গোলাম রাব্বানী নাদিম একজন নির্ভীক কলম সৈনিক ছিলেন। শুরু থেকেই নাদিম হত্যা নিয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করে যাচ্ছে। এই সব বিভ্রান্তিমূলক তথ্য থেকে সচেতন থাকার আহ্বান জানিয়ে সাংবাদিকদের শেষপর্যন্ত ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে বলেন তিনি।

পরে বকশীগঞ্জ পাটহাটি এলাকায় সাংবাদিকদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানেও তিনি অংশ নেন।

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম গত ১৪ জুন রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন। তার পরদিন বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

মো. নাসিম উদ্দিন/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।