নরসিংদীতে রাস্তা অবরোধ করে বিএনপি নেতা খোকনের গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০২:৩৫ পিএম, ১৩ জুলাই ২০২৩

নরসিংদীতে জোড়া হত্যা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন আদালতে হাজিরা দিতে গেলে রাস্তা অবরোধ করে তার গাড়িবহরে ভাঙচুর চালিয়েছেন পদবঞ্চিত ছাত্রদল নেতারা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকেই ছাত্রদলের পদবঞ্চিত নেতারা জেলা স্টেডিয়ামের সামনের রাস্তা অবরোধ করে রাখেন। পরে খোকনের গাড়িবহর ঘটনাস্থলে আসলে হামলা চালানো হয়।

আরও পড়ুন: ঢামেক হাসপাতালে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা সাদেকুরের মৃত্যু

জানা গেছে, নরসিংদী জেলা ছাত্রদলের সবশেষ গঠিত কমিটি বাতিলের দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে আন্দোলন করে আসছেন পদবঞ্চিত নেতারা। এরই ধারাবাহিকতায় গত ২৫ মে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিলে বের করেন। ওই সময় মিছিলে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে ছাত্রদল নেতা সাদেকুর রহমান ও আশরাফুল গুলিবিদ্ধ হন। ঢাকায় নেওয়ার পর তাদের মৃত্যু হয়। এ ঘটনায় খাইরুল কবির খোকন ও তার স্ত্রীসহ ৩০ জনের বিরুদ্ধে নিহত ছাদেকুরের ভাই আলতাফ হোসেন মামলা করেন।

jagonews24

আরও পড়ুন: ছাত্রদলের দুই নেতা হত্যা: বিএনপি নেতা খায়রুল কবিরের জামিন বহাল

এদিকে, খোকনের আদালতে হাজিরার জন্য আসার খবরে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা স্টেডিয়ামের সামনের রাস্তা অবরোধ করে রাখেন। এসময় আইনজীবীরা আদালতে ঢুকতে চাইলে পদবঞ্চিত নেতারা তিনটি গাড়ি ভাঙচুর করেন। এতে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত প্রাঙ্গণে হাজির হয় পুলিশ।

আরও পড়ুন: দুই ছাত্রদল নেতা নিহত: খোকন-শিরিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ টি এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, নরসিংদীতে জোড়া হত্যা মামলার আসামিদের আজ আদালতে হাজির হওয়ার কথা ছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই একটি পক্ষ আদালত এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করে। আমরা তাদের সড়ক থেকে সরিয়ে দিই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সঞ্জিত সাহা/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।