জেলের জালে উঠে এলো নিখোঁজ পাথর শ্রমিকের মরদেহ
সিলেটের কোম্পানীগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ পাথর শ্রমিক ফরিদ মিয়ার (৪৩) মরদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর আড়াইটায় লম্বাকান্দির পশ্চিম হাওরে স্থানীয় জেলেদের জালে উঠে আসে মরদেহটি।
নিহত ফরিদ মিয়া উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
বুধবার (১২জুলাই) সকালে লম্বাকান্দি গ্রাম থেকে চেলাগাঙে চুনাপাথরের কাজের উদ্দেশ্যে ৪৫ জন শ্রমিক নৌকায় লম্বাকান্দির পশ্চিম হাওরে যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। এর মধ্যে ৪৪ জন উদ্ধার হলেও ফরিদ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সন্ধান চালানো হয়। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে আজ তার মরদেহ পাওয়া গেলো।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি এনে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ছামির মাহমুদ/এফএ/এএসএম