কৃষকরা জাতির মেরুদণ্ড: উশৈসিং

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:২০ পিএম, ১৪ জুলাই ২০২৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, কৃষকরা জাতির মেরুদণ্ড। কৃষক উৎপাদন বন্ধ করে দিলে সবাইকে উপোষ থাকতে হবে। বর্তমান সময় অনুযায়ী প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশের এক ইঞ্চি মাটিও খালি রাখা যাবে না। স্বল্প জমিতে অধিক ফলনের জন্য প্রযুক্তির ব্যাবহার খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) বেলা ১১টায় বান্দরবান জেলা পরিষদের আয়োজনে কৃষক ও নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলে।

তিনি আরও বলেন, সরকার বিভিন্নভাবে কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকার প্রদত্ত আধুনিক কৃষি যন্ত্রপাতি অনেক কৃষক সরকারি সম্পদ মনে করে অযত্ন অবহেলা করে, বৃষ্টিতে ভিজিয়ে রোদে শুকিয়ে যন্ত্রপাতি নষ্ট করে ব্যবহার অনুপযোগী করে ফেলে, সেই কাজ করা যাবে না। কৃষি যন্ত্রপাতি ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, কৃষিকে আধুনিকায়ন করা ছাড়া কোনো উপায় নেই।

আরও পড়ুন: পানি কমলেও দুর্ভোগ কমেনি তাহিরপুরে

jagonews24

এসময় জেলার ১৭টি কৃষি সমবায় সমিতি ও ২৩০ জন কৃষককে গাছের চারা ৭৪ হাজার ৬৫০টি, ২৫টি বকনা গরু, এক কোটি ২৫ লাখ টাকার ২৮টি সেচ পাম্প মেশিন, পাওয়ার টিলার ২১টি, ধান মাড়াই মেশিন সাতটি, তেল নিষ্কাশন মেশিন দুটি, পাওয়ার ফুট স্প্রেমেশিন ৩০টিসহ মোট এক কোটি ২৫ লাখ টাকার কৃষি সরঞ্জাম বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উচিং মং মারমার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো. শফিকুর রহমান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলম চৌধুরী, পৌর মেয়র সৌরভ দাশ শেখর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এম এম শাহ্ নেয়াজ প্রমুখ।

নয়ন চক্রবর্তী/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।