ক্লাস ফাঁকি দিয়ে নদীর পাড়ে আড্ডা, বুঝিয়ে স্কুলে ফেরালেন ওসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১৬ জুলাই ২০২৩

স্কুল চলাকালীন ক্লাস ফাঁকি দিয়ে নদীপাড়ের রাস্তায় আড্ডা দিচ্ছিল নবম শ্রেণির চার ছাত্র। তাদের এ অবস্থায় দেখেন ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের। পরে তাদের বুঝিয়ে ক্লাসে পাঠান তিনি। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে ওই চার ছাত্র।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কুল পালানো চার ছাত্রকে ক্লাসে ফেরালেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আবু তাহের।

রোববার (১৬ জুলাই) দুপুর ১টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বারাশিয়া নদীর পাড়ের রাস্তায় এ ঘটনা ঘটে। ওই চার কিশোর উপজেলা সদরের আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

আরও পড়ুন: ঘোড়ার কষ্ট লাঘবে এগিয়ে এলেন ওসি

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন নবম শ্রেণির চার ছাত্র স্কুলের সীমানা প্রাচীর টপকিয়ে বারাসিয়া নদীপাড়ের রাস্তায় ঘোরাফেরা ও আড্ডা দিচ্ছিল। এসময় আলফাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ আবু তাহের ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি চার ছাত্রকে রাস্তায় দেখে কাউন্সেলিং করেন। পরে নিজের গাড়িতে করে স্কুলের শিক্ষকের কাছে বুঝিয়ে দেন।

এ বিষয়ে ওসি আবু তাহের জাগো নিউজকে বলেন, ‘ওই চার ছাত্র ক্লাস ফেলে স্কুলের সীমানা প্রাচীর টপকিয়ে নদীর কূলে রাস্তায় আড্ডা দিচ্ছিল। বিষয়টি দেখতে পেয়ে তাদের বুঝিয়ে গাড়িতে করে শ্রেণিকক্ষে পৌঁছে দেওয়া হয়। ভবিষ্যতে তারা এমন কাজ করবে না বলেও শপথ করে।’

আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘ওই চার ছাত্রের অভিভাবকদের ডেকে বিষয়টি জানানো হয়েছে। স্কুলের শিক্ষার্থীদেরও এ বিষয়ে সতর্ক করা হয়েছে। এ ধরনের কাজের জন্য ওসি সাহেবকে ধন্যবাদ।’

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।