পাহাড় কাটার দায়ে ৬ মাসের কারাদণ্ড
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মুজিবুল হক (৫০) নামের এক ব্যক্তিকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পাহাড় কাটায় ব্যবহৃত একটি স্কেভেটর (ভেকু) জব্দ করা হয়।
সোমবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মুজিবুল হক ওরফে মুজিবুল্লাহ (৫০) সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল জলিলের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চুল্লাপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও রোমেন শর্মা। এসময় স্কেভেটর দিয়ে পাহাড় কাটা অবস্থায় মুজিবুল্লাহকে আটক করা হয়। পরে তাকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড ও স্কেভেটর জব্দের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
নাইক্ষ্যংছড়ি ইউএনও রোমেন শর্মা বলেন, যারা পাহাড়-টিলা কেটে পরিবেশের ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নয়ন চক্রবর্তী/এসআর/এএসএম