দিনাজপুরের সেই ড্রেন দিয়ে পানি প্রবাহ শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:০১ পিএম, ১৮ জুলাই ২০২৩

নদী ড্রেজিংয়ের বালু ফেলে বন্ধ করা সেই ড্রেন দিয়ে অবশেষে পানি প্রবাহ শুরু হয়েছে। দূর হয়েছে জলাবদ্ধতা। এতে করে দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী।

সোমবার (১৭ জুলাই) বিকেল থেকে পানি প্রবাহ শুরু হওয়ায় এলাকায় জলাবদ্ধতা দূর হয়েছে। এলাকাবাসীর আশা, এই বর্ষায় তাদের আর জলাবদ্ধতার শিকার হতে হবে না।

আরও পড়ুন: ঘরে পানি ঢোকায় চার ঘণ্টা রাস্তা আটকে এলাকাবাসীর মানববন্ধন

এর আগে শনিবার (১৫ জুলাই) সকালে দিনাজপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকায় বালু দিয়ে বন্ধ হয়ে যাওয়া ড্রেনটি খনন কাজ শুরু হয়। তার আগের দিন জলাবদ্ধতার শিকার বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকার বাসিন্দারা দিনাজপুর-বিরল-বোচাগঞ্জ সড়কের প্রবেশ মুখ পুনর্ভবা নদীর কাঞ্চন ব্রিজের ওপর অবস্থান নিয়ে সকাল ৯টা থেকে চার ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। পরে দুপুর ১টায় দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র ঘটনাস্থলে হাজির হয়ে ২৪ ঘণ্টার মধ্যে ড্রেন খনন শুরুর আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করে এলাকাবাসী। সেই কথা অনুযায়ী ড্রেনটি খনন করে সোমবার বিকেলে পানি প্রবাহ শুরু হয়।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া এলাকায় খনন করা ড্রেনটি পরিদর্শন করেন দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল এবং দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।

আরও পড়ুন: কথা রাখলেন প্যানেল মেয়র, সেই ড্রেনের খনন কাজ শুরু

এ বিষয়ে প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল বলেন, ড্রেনেজ ব্যবস্থা চালু এই এলাকার মানুষের যৌক্তিক দাবি ছিল। তাদের চাওয়ার সঙ্গে আমি একমত পোষণ করে কথা দিয়েছিলাম ২৪ ঘণ্টার মধ্যে ড্রেন খনন কাজ শুরু করবো। খনন কাজ শেষে পানি প্রবাহ শুরু হওয়ায় এখন জলাবদ্ধতা দূর হয়েছে।

এমদাদুল হক মিলন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।