‘আমার কিছুই রইলো না’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৮ জুলাই ২০২৩

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় খালে ডুবে কাজিন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে কালিখোলা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু কাজিন কালিখোলা গ্রামের মাসুম শেখের ছোট ছেলে।

স্থানীয়রা জানান, শিশু কাজিন তার বাবার অগোচরে বাড়ি থেকে বের হয়। পায়ের জুতা দেখে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন মাসুম শেখ। কিছু দূর গিয়ে দেখেন খালের পানিতে ভাসছে মেয়ে কাজিন। বিকেল ৪টার দিকে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।

কাজিনের বাবা মাসুম শেখ বলেন, আমার আর কিছুই রইলো না। আমার প্রাণের টুকরা ছেলে মারা গেলো। আল্লাহ আমার ছেলেকে জান্নাত দিও।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার জাগো নিউজকে বলেন, খালে পড়ে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।