বানের পানিতে ভেসে এলো ভারতীয় ৪ মহিষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:১৪ এএম, ১৯ জুলাই ২০২৩

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের স্রোতের টানে ৪টি ভারতীয় মহিষ ভেসে এসেছে। এসময় ওই মহিষগুলোকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মহিষগুলোকে থানা হেফাজতে নেয় ঢুষমারা পুলিশ কেন্দ্র। স্থানীয়দের ধারণা, ভারত থেকে চোরাকারবারিরা মহিষ পাচারকালে বানের পানির তীব্র স্রোতের টানে দিক ভুলে চলে এসেছে।

মঙ্গলবার (১৮ জুলাই) চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার উপজেলার নয়ারহাটে ফেসকা দুইশ বিঘা এলাকায় ব্রহ্মপুত্র নদে ভেসে আসা মহিষগুলো উদ্ধার করে ঢুষমারা পুলিশ কেন্দ্রে রাখা হয়।

স্থানীয় বাসিন্দা মো. শফিকুল ইসলাম জানান, ব্রহ্মপুত্র নদের পানিতে ৪টি মহিষ ভেসে যাচ্ছিল। এসময় ওই এলাকার রেজাউল করিম, আলতাফ হোসেন, আছর উদ্দিন ও আল আমিনসহ বেশ কয়েকজন নৌকা নিয়ে দীর্ঘ সময় চেষ্টা করে মহিষ ৪টিকে নদী থেকে তীরে তেলেন। মহিষগুলো উদ্ধারের প্রায় ২ ঘণ্টা পর উলিপুর উপজেলার সাহেবের আলগা এলাকা থেকে ৭-৮ জনের একটি দল এসে সেগুলোর মালিকানা দাবি করে। তবে উদ্ধারকারীদের কাছে তাদের দাবি যৌক্তিক মনে না হওয়ায় অর্থের বিনিময়ে মহিষ হস্তান্তরের আলোচনা চলছিল। খবর পেয়ে ঢুষমারা পুলিশ সেখানে গিয়ে উদ্ধার মহিষগুলো থানা হেফাজতে নেয়।

ওসি মো. হারেছুল ইসলাম জানান, মহিষ ভেসে আসার খবর পেয়ে গতকাল রাতে তেলিপাড়াচর এলাকা থেকে সেগুলো উদ্ধার করে চিলমারী থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় বেওয়ারিশ হিসেবে পাওয়া মহিষ ৪টিকে উদ্ধার করে সাধারণ ডায়েরিভুক্ত করে আদালতে জানানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।