সবার অজান্তে নদীতে পড়লো শিশু, মিললো মরদেহ
প্রতীকী ছবি
সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে ডুবে অন্তর পাল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকেলে তেলিগাঁও গ্রামে পাশে পাটলাই নদীতে ঘটনাটি ঘটে।
নিহত শিশুটি তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও গ্রামের হরিবল পালের ছেলে।
আরও পড়ুন: সাতক্ষীরায় সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছরের শিশু অন্তর পাল নিজ বাড়ির উঠানে বিকেলে খেলার সময় বাড়ির পাশে পাটলাই নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন থাকে বাড়ির উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে নদীতে তাকে ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে শ্রীপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
লিপসন আহমেদ/জেএস/এএসএম