বিদ্যুৎস্পৃষ্টে চলন্ত নৌকা থেকে পড়ে নিখোঁজ বাবুর্চি, আহত ৩ পর্যটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১২:০৪ এএম, ২১ জুলাই ২০২৩
ছবি- সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে নদীর ওপর দিয়ে টানিয়ে নেওয়া পল্লী বিদ্যুতের তারের সঙ্গে টাঙ্গুয়ার হাওরের চলন্ত পর্যটকবাহী নৌকার ওপরে থাকা বাবুর্চি জামরুল মিয়া (৪৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাটলাই নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন।

এছাড়াও নৌকার ওপরে থাকা আরও তিন পর্যটক গুরুতর আহত হয়েছেন। এখনও আহত পর্যটকদের নাম পরিচয় জানা যায়নি। তবে ঘুরতে আসা পর্যটকরা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে সাড়ে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার সংলগ্ন তরং গ্রামের পেছনে ঘটনাটি ঘটে।

তাহিরপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনব্যাপী সৌন্দর্যের লীলাভূমি টাঙ্গুয়ার হাওরের ঘুরে রাতে তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট রাত্রি যাপনের জন্য যাওয়ার পথে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার সংলগ্ন তরং গ্রামের পাটলাই নদী দিয়ে যাওয়ার পথে পর্যটকবাহী চলন্ত নৌকায় ওপরে থাকা নৌকার বাবুর্চিসহ চারজন পর্যটক বিভিন্ন বিষয়ে আড্ডায় মেতে ছিলেন। ঠিক তখন ওই নদীর ওপর দিয়ে টানিয়ে নেওয়া পল্লী বিদ্যুৎতের তারে নৌকার ওপরে থাকা বাবুর্চি জামরুল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান।

এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন পর্যটক। পরে নৌকায় থাকা অন্য সহযোগীরা তাদের উদ্ধার করে শ্রীপুর (উত্তর) উপস্বাস্থ্য কেন্দ্ৰে নিয়ে যান।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা জাগো নিউজকে বলেন, বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পর্যটকবাহী নৌকার বাবুর্চি নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। আমরা তাকে উদ্ধার করার চেষ্টা করছি। সেই সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন পর্যটক গুরুতর আহত হয়েছেন।

লিপসন আহমেদ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।