বান্দরবানে তিন শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:১৬ পিএম, ২২ জুলাই ২০২৩

বান্দরবানে তিন নির্মাণ শ্রমিককে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। শনিবার (২২ জুলাই) দুপুরে বিষয়টি প্রকাশ হয়।

অপহৃতরা হলেন চকরিয়ার নুরুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম (২০), একই এলাকার মো. ইসমাইল হোসেন (২১) ও চকরিয়ার ইমাম হোসেন (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান-কাপ্তাই সড়কের ডাকবাংলো এলাকায় সড়ক ও জনপদ বিভাগের ঠিকাদার মিশুর কাজ করছিলেন ওই শ্রমিকরা। ২০ জুলাই রাতে অস্থায়ী লেভার সেট থেকে অস্ত্রের মুখে ওই তিন শ্রমিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে মুক্তিপণ হিসেবে দাবি করা হয় ১০ লাখ টাকা।

এ বিষয়ে ঠিকাদার মিশু জাগো নিউজকে বলেন, ২০ জুলাই রাত সাড়ে ৩টায় একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। তখন তাদের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করলেও এখন আরও বেশি দাবি করছে। এক শ্রমিক সন্ত্রাসীদের থেকে পালিয়েছেন বলে শুনেছি। তবে আমরা তার কোনো খোঁজ এখনো পাইনি।

বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, অপহরণের খবর শুনেছি। শ্রমিকদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

নয়ন চক্রবর্তী/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।