সাঁকো থেকে পড়ে ও বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:৪১ এএম, ২৪ জুলাই ২০২৩
প্রতীকী ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পৃথক এলাকায় পানিতে ডুবে মায়মনা আক্তার (৬) ও রায়হান মিয়া (২) নামের দুই শিশু মারা গেছে।

রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর নোয়াবাড়ী গ্রামে ও বিকেলে জয়কলস ইউনিয়নের জয়কলস সড়কহাটি গ্রামে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে পশ্চিম পাগলা ইউনিয়নের চন্দ্রপুর নোয়াবাড়ী গ্রামে সাকো পারাপারের সময় মায়মনা আক্তার (৬) সাঁকো থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে রাতে সাঁকোর নিচে থেকে তার মরদেহ উদ্ধার করে।

এর আগে বিকেলে জয়কলস ইউনিয়নের জয়কলস সড়কহাটি গ্রামে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে রায়হান মিয়ার (২) মৃত্যু হয়। টের পেয়ে পরিবারের লোকজন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

লিপসন আহমেদ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।