মির্জাপুরে নারী ইউপি সদস্যকে ধর্ষণের হুমকি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৪ জুলাই ২০২৩
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের এক নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। মো. খাইরুল ইসলাম ইমন নামে একটি ফেসবুক আইডি থেকে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় সোমবার (২৪ জুলাই) বিকেলে মির্জাপুর লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। আর অভিযুক্ত ইমন আজগানা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের শিকদারের ভাতিজা বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আজগানা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের শিকদারের বিরুদ্ধে আটটি উন্নয়ন প্রকল্পের কাজ না করেই বিল তুলে আত্মসাতের অভিযোগ ওঠে। এ নিয়ে আজগানা ইউপির ছয় জন সাধারণ সদস্য ও দুজন সংরক্ষিত নারী সদস্য গত ১৭ জুলাই টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।

বিষয়টি নিয়ে ২০ জুলাই বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে ইউপি চেয়ারম্যান ও তার লোকজন অভিযোগকারীদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। সোমবার সকালে খাইরুল ইসলাম ইমন নামে নামে একটি ফেসবুক আইডি থেকে ওই নারী সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া হয়। বিষয়টি নজরে আসলে বিকেলে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী নারী ইউপি সদস্য বলেন, চেয়ারম্যান আব্দুল কাদের শিকদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমাকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

তবে অভিযোগ অস্বীকার করে খাইরুল ইসলাম ইমন বলেন, আমার নামে ফেক আইডি চালু করে এমন বাজে মন্তব্য করা হয়েছে।

এছাড়া, আজগানা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের শিকদার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ভাতিজার নামে ফেক আইডি চালু করে ওই ইউপি সদস্যের নামে বাজে মন্তব্য করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে বিচার করা হোক।

মির্জাপুর থানার ডিউটি অফিসার শফিউল ইসলাম বলেন, খাইরুল ইসলাম ইমন তার নামে ফেক আইডি খুলে ইউপি সদস্যকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগ করেছেন। এছাড়া ওই নারী ইউপি সদস্যও তাকে ফেসবুকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এস এম এরশাদ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।