পরিবেশ সুরক্ষায় চারা রোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২৫ জুলাই ২০২৩

স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ এ্যাহেড বাংলাদেশের উদ্যোগে হয়ে গেলো চারা রোপণ ও পরিবেশ সচেতনতামূলক চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

মঙ্গলবার (২৪ জুলাই) পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

একই সঙ্গে মনসুর আব্দুল হান্নান চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভার। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

jagonews24

এছাড়া পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে স্কুল প্রাঙ্গণে চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিশুদের মাঝে বিতরণ করা হয় দুই শতাধিক গাছের চারা।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুছ ছালেক ও স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

স্কুলের শিশু-কিশোরদের নিয়ে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ এ্যাহেড বাংলাদেশ ২০২১ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে যাচ্ছে।

টিটি/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।