জুড়ীর ভারতীয় সীমান্ত থেকে আহত ২ বাংলাদেশি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২৫ জুলাই ২০২৩

মৌলভীবাজারে ভারতীয় সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে আহত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

আহতরা হলেন- কুড়িগ্রাম জেলার বুরুঙ্গা মারী থানার আটঘরী গ্রামের আনছার ভাণ্ডারীর ছেলে জাহাঙ্গীর আলী (২৪) ও খুলনা সদর উপজেলার নতুন বাজার চর গ্রামের মৃত আজগর শেখের ছেলে হৃদয় শেখ (২৪)।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা সীমান্ত এলাকার কচুরগুল নালাপুঞ্জি এলাকায় দুই বাংলাদেশি ব্যাক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। পরে বিজিবি ৫২ ব্যাটালিয়নের লাঠিটিলা কোম্পানি সদরের সদস্যরা স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

আরও পড়ুন: বিজিবির মামলা, গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম

আহত জাহাঙ্গীর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ২১ জুলাই চট্টগ্রামের খাগড়াবাড়ি আমঘর সীমান্ত এলাকা দিয়ে কাজের সন্ধানে ত্রিপুরা হয়ে আগরতলা যাই। সেখানে ২২ জুলাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হই।

হৃদয় শেখ বলেন, আমি ২২ জুলাই চট্টগ্রামের খাগড়াছড়ির রামঝাড় সীমান্ত দিয়ে ত্রিপুরা থেকে আগ্রাবাদ যাই। পরে আগ্রাবাদ রেলস্টেশনে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিএসএফ আমাকে আটক করে। পরে তারা আমাদের দুই দিন নির্যাতনের পর বাংলাদেশের কচুরগুল সীমান্তে ফেলে রেখে যান। আমরা ভারতে কাজের সন্ধানে গিয়েছিলাম।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, বিজিবি আহত দুই জন বাংলাদেশিকে নিয়ে আসলে আমরা প্রাথমিক চিকিৎসা দেই। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিজিবির ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের সিও লেফটেন্যান্ট কর্নেল মহিবুল ইসলাম গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হন নি।

আরও পড়ুন: ফেলে যাওয়া গামছায় মিললো সাড়ে ৩ কেজি সোনা

এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আহত দুইজনকে বিজিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। এখন তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুল আজিজ/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।