শেরপুরে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ১০:৪১ এএম, ২৫ জুলাই ২০২৩

শেরপুর পৌর শহরের মধ্যশেরী এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। এসময় তাদের কাছ থেকে ৪৭২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

সোমবার (২৪ জুলাই) বিকেলে ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সুলতান মাহমুদ বাবু (৪২) শহরের গৌরীপুর এলাকার মৃত শামসুল হুদার ছেলে এবং মুন্নি খাতুন (১৯) সুলতান মাহমুদের স্ত্রী।

আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ, মাকে ছাড়াতে মেয়ের আত্মহত্যা

সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব ১৪ জানায়, সোমবার দুপুরে স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে মধ্যশেরী এলাকার রফিকুল ইসলামের মালিকানাধীন তিনতলা বাসায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা হেরোইন একটি প্লাস্টিক ব্যাগে মুড়িয়ে জানালা দিয়ে ফেলে দেয়। পরবর্তী র্যাব হেরোইন উদ্ধার করে মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করে।

আশিক উজ্জামান বলেন, তারা দুজনই দীর্ঘদিন ধরে মাদক কেনা বেচার সঙ্গে জড়িত। এ বিষয়ে শেরপুর সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা করেছে।

ইমরান হাসান রাব্বী/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।