মনু নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১১:১২ এএম, ২৫ জুলাই ২০২৩
ফাইল ছবি

মৌলভীবাজার শান্তিবাগ মসজিদের পাশের ঘাটে মনু নদীতে গোসলে নেমে সাইফ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে গোসলে নেমে সাইফ নিখোঁজ হয়। পরে রাত ৯টার দিকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শান্তিবাগ মসজিদের পাশের ঘাটে মনু নদীতে গোসলে নামে শিশু সাইফ। তখনই সে নদীর পানিতে ডুবে যায়। রাত ৮টা পর্যন্ত মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি। রাত ৯টার দিকে তার মরদেহ ভেসে উঠে। এসময় স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

শান্তিবাগের বাসিন্দা নাজমুল হক জাগো নিউজকে বলেন, মর্মান্তিক এই ঘটনায় সাইফের পরিবারে শোকের মাতম চলছে। সাইফের বাবা প্রবাসে থাকেন।

আরও পড়ুন: বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার জিতু তালুকদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী রাত ৮টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। কিন্তু সঠিকভাবে ডুবে যাওয়ার স্থান শনাক্ত করতে না পারায় উদ্ধার করতে পারেননি তারা।পরে ৯টার দিকে স্থানীয়রা শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, শিশুর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তে ছাড়াই মরদেহ তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্দুল আজিজ/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।