গাইবান্ধায় ৭টি ইউনিয়নের তফসিল ঘোষণা


প্রকাশিত: ১২:০২ পিএম, ১৭ মার্চ ২০১৬

গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে  তৃতীয় দফায় ৭টি ইউনিয়নের তফসিল ঘোষণা করা হয়েছে। গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীনুর আলম জানান, গত বুধবার নির্বাচন কমিশন থেকে তৃতীয় দফায় উপজেলার লক্ষ্মীপুর, মালিবাড়ি, খোলাহাটি, ঘাগোয়া, গিদারি, কামারজানি ও মোল­ারচর ইউনিয়নের নির্বাচন আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণের নির্দেশনা পাওয়া গেছে।

বৃহস্পতিবার থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও দাখিল করা যাবে। ২৯ ও ৩০ মার্চ মনোনয়নপত্র যাচাই বাছাই, ৬ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহার এবং ৭ এপ্রিল প্রতীক বরাদ্দের তারিখ ঘোষণা করা হয়েছে।

ইতোমধ্যে গত দু’দিনে চেয়ারম্যান পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে ২৮ জন সম্ভাব্য প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

অমিত দাশ/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।