দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি নিহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৫ জুলাই ২০২৩

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় আসাদুজ্জামান ওরফে আসাদ মোড়ল (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাপটাউনের মালমেসবুরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদ মোড়ল গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্য নারগানা গ্রামের জহিরুল মোড়লের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

জানা গেছে, রোববার দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন আসাদ। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিদের বরাত দিয়ে নিহতের ছেলে সাকিব মোড়ল বলেন, মালমেসবুরী ক্যাফের একটি বেকারিতে কাজ করতেন বাবা। ঘটনার সময় কয়েকজন হামলাকারীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঘটে যায় এ হামলার ঘটনা।

বাবার মরদেহ আনতে দেশে সব ধরনের প্রক্রিয়া চলমান আছে বলেও জানান সাকিব মোড়ল।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলম বলেন, সাত বছর যাবত আসাদ ওই দেশে বসবাস করছেন। এক বছর পর তার দেশে ফেরার কথা ছিল। মরদেহ আনার ব্যবস্থা চলছে।

আব্দুর রহমান আরমান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।