পরিত্যক্ত বাথরুমে মিললো নারীর অর্ধগলিত মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৫ জুলাই ২০২৩
ফাইল ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় পরিত্যক্ত একটি বাথরুম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে কুলাউড়া পৌরসভার দক্ষিণ বাজার এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ স্থানীয় ও সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দক্ষিণ বাজার এলাকার ইয়াকুব আলী বাড়ির পেছন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে ভবনের পেছনে গিয়ে পরিত্যক্ত একটি বাথরুমে নারীর অর্ধগলিত দেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ জাগো নিউজকে বলেন, উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় অনুসন্ধানে কাজ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আব্দুল আজিজ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।