তাহিরপুরে আওয়ামী লীগের উন্নয়ন শোভাযাত্রা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২৫ জুলাই ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এ উন্নয়ন শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সেলিম আহমদের নেতৃত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি-জামায়াত অশুভ শক্তির সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সেলিম আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আগামীতে নৌকার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।