যশোরে আরও একজনের প্রাণ নিলো ডেঙ্গু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৭ জুলাই ২০২৩
ফাইল ছবি

যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬১ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২০০ জন। আর হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন।

বৃহস্পতিবার (২৭ জুলাই) যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া নারীর নাম রুমা খাতুন (৪০)। তিনি যশোর সদর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জ্বর, ঠান্ডা, কাশিসহ ডেঙ্গু উপসর্গ নিয়ে ২৫ জুলাই হাসপাতালে ভর্তি হন। ২৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মিলন রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।