তারুণ্যের জয়যাত্রা
দেড় শতাধিক গাড়ি নিয়ে ঢাকা আসছে গাজীপুর যুবলীগ
ঢাকায় যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ডাকা ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে যোগ দিতে গাজীপুর থেকে দেড় শতাধিক গাড়ি নিয়ে যাচ্ছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল ইসলাম সরকার রাসেল। গাজীপুর থেকে ৫ হাজার নেতাকর্মী যোগ দেবেন বলে আশা যুবলীগ নেতাদের।
যানবাহনের মধ্যে বাস, ট্রাক ছাড়া ব্যক্তিগত যানবাহনও আছে। গাড়িগুলো নগরীর ৫৭টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। ব্যক্তিগত গাড়িও একসঙ্গে যাবে।
যুবলীগ নেতা কামরুল আহসান সরকার রাসেল বলেন, যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে তারুণ্যের জয়যাত্রা সমাবেশে গাজীপুর থেকে কয়েক হাজার যুবলীগের নেতাকর্মী যোগ দেবেন। ঢাকার বায়তুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, তারুণ্যের জয়যাত্রা সমাবেশ সফল ও সার্থক করতে মহানগর, থানা ও ওয়ার্ডের সব নেতাকর্মীরা অংশ নেবেন। এ সমাবেশকে সফল করতে তারা গত কয়েকদিন ধরে মহানগর ও জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা প্রস্তুতিমূলক সভা করেছেন।
জানা যায়, দুপুর ১২টা থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের বহনকারী যানবাহন ভোগড়া বাইপাস ও টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এসে জড়ো হচ্ছে। একসঙ্গে ঢাকার সমাবেশের উদ্দেশ্যে রওয়ানা হবে।
মো. আমিনুল ইসলাম/এসজে/জিকেএস