রুমা-থানচিতে গণপরিবহন সীমিত রাখার নির্দেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৪:১০ পিএম, ২৮ জুলাই ২০২৩

বান্দরবানে রুমা-থানচি সড়কে সকল প্রকার পরিবহন সীমিত রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, ভারী বর্ষণের কারণে পাহাড়ের শরু সড়কে ভারী যানবাহনগুলো একে অপরকে অতিক্রম করতে গিয়ে অনেক সময় বিপদগ্রস্ত হয়ে পড়ে। ফলে বিশেষ বিবেচনায় আগামী ২৯ জুলাই পর্যন্ত রুমা ও থানচি সড়কে সকল যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।

তবে রুমা স্টেশনের লাইন ম্যানেজার মো. সাহাব উদ্দিন জানান, ২৯ জুলাই রাষ্ট্রপতি নীলগিরি আসবেন। তাই জেলা সদর থেকে রুমা ও থানচিতে বাস-জিপসহ সাধারণ পরিবহন বন্ধ রাখার জন্য প্রশাসন থেকে নির্দেশনা দিয়েছে। ৩০ জুলাই থেকে যথারীতি সাধারণ পরিবহন চলবে।

বাসচালক সাহেব মিয়া জানান, সকাল সাড়ে ৭টায় থানচি স্টেশন থেকে প্রথম যাত্রীবাহী বাস ছেড়ে আসার পর থানচি থেকে আর কোনো গাড়ি আসেনি।

থানচি যাওয়ার উদ্দেশে স্টেশনে অবস্থানরত পিতর খেয়াং (২০) জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হলে আজ হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়। মা-বাবাসহ থানচি স্টেশনে এলেও কোনো গাড়ি না ছাড়ায় সমস্যায় পড়তে হয়েছে। বান্দরবান থেকে থানচি পর্যন্ত নিয়মিত বাস ভাড়া ২৮০ টাকা হলেও আজ ৫শো টাকা ভাড়া দাবি করছেন বি-৭০ গাড়ির (চাঁদের গাড়ি) চালক।

ওই গাড়ির চালক রণি দাশ বলেন, ২৯ জুলাই নীলগিরি এলাকায় রাষ্ট্রপতির ডিউটিতে থাকায় তিনি আসা যাওয়া করতে পারছেন। তাই ভাড়াও একটু বেশি নিচ্ছেন।

নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।