দিনাজপুর বোর্ডে গণিত-ইংরেজিতে ফেল বেশি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৮ জুলাই ২০২৩

এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে গণিতে ২৫ হাজার ৭৭৬ জন ও ইংরেজিতে ১৫ হাজার ৯৪১ জন পরীক্ষার্থী ফেল করেছে। বোর্ডে মোট ৪৬ হাজার ১৪২ জন পরীক্ষার্থী ফেল করেছে।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হারুন অর রশীদ তথ্য জানান।

আরও পড়ুন: দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার-জিপিএ ৫ কমেছে

তিনি জানান, এবার গণিতের প্রশ্ন কঠিন হয়েছিল আর ইংরেজি বিদেশি ভাষা। আবার মানবিকের পাশের হার কম। দক্ষ শিক্ষকের অভাব, করোনাকালীন সময় শিক্ষার্থীদের স্কুলে কম উপস্থিতি ফলাফলে প্রভাব পড়েছে।

প্রফেসর মো. হারুন অর রশীদ জানান, এবার এসএসসি পরীক্ষায় এক লাখ ৯৯ হাজার ৪৯১ জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে এক লাখ ৫৩ হাজার ৩৪৯ জন পাশ করে। মোট পাশের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। ফেল করেছে ৪৬ হাজার ১৪২ জন।

শিক্ষা বোর্ডে বিজ্ঞানে ৯১ দশমিক ৩০ শতাংশ, মানবিকে ৬৪ দশমিক ৮০ শতাংশ এবং ব্যবসা শিক্ষা বিভাগে ৭৫ দশমিক ২৩ শতাংশ পাস করেছে।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।