আশুরায় হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ আছে। তবে স্বাভাবিক আছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
শনিবার (২৯ জুলাই) সকালে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি বলেন, আশুরা বা মহরম উপলক্ষে শনিবার সকাল থেকে ভারতের সঙ্গে এ বন্দরের আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ। রোববার যথারীতি আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল শেখ বলেন, আশুরা উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
মো. মাহাবুর রহমান/এসজে/এমএস