বাংলাদেশ অতীতে ছিল হতাশার দেশ এখন স্বয়ংসম্পূর্ণ


প্রকাশিত: ১০:২০ এএম, ১৮ মার্চ ২০১৬
ফাইল ছবি

পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ অতীতে ছিল হতাশার দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। দেশ এখন উন্নয়নের ম্যাজিকে রুপান্তরিত হয়েছে। এক ম্যাজিক শেখ হাসিনা অন্য ম্যাজিক জনগন।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের মাতাব্বরহাট এলাকায় মেঘনা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগুন নেভানোর কাজে নয়, দেশের মানুষের কল্যানে ব্যস্ত থাকতে হবে।

লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন, জেলা আ.লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমূখ।

প্রসঙ্গত, নৌ-বাহিনীর তত্বাবধানে ৮৯ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কিলোমিটার নদী ভাঙন এলাকায় বাঁধ নির্মাণের কাজ  চলছে।

আবুল কালাম আজাদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।