ভারতে স্বামী-সন্তান

সিরাজগঞ্জ এসে বিয়ের পর বরসহ সেই নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:০১ পিএম, ০১ আগস্ট ২০২৩

ভারতে স্বামী ও সন্তান ফেলে সিরাজগঞ্জে এসে নিজেকে কুমারী পরিচয়ে বিয়ে করেন নার্গিসা বেগম মল্লিক (২৯) নামে এক নারী। তিনি উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের জুয়েল সরকারকে (২৪) গত ২৫ মে বিয়ে করেন।

তবে ওই নারীর ভারতীয় স্বামী মীর ফজলুর রহমানের অভিযোগের পরিপ্রেক্ষিতে নার্গিসা ও জুয়েলকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, ওই গৃহবধূর ভারতীয় স্বামী মীর ফজলুর রহমান গত ২১ জুন উল্লাপাড়ায় এসেছিলেন স্ত্রীকে ফিরিয়ে নিতে। কিন্তু তার স্ত্রী নার্গিসা যাননি। এরপর থানায় বিস্তারিত জানিয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করে আজ আদালতে পাঠানো হয়েছে।

থানায় ভারতীয় স্বামীর অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় এক যুগ আগে ভারতের হাওড়া জেলার মীর ফজলুর রহমানের সঙ্গে নার্গিসা বেগম মল্লিকের বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। কিন্তু ফেসবুকে তার স্ত্রী নার্গিসার সঙ্গে জুয়েল সরকারের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে চলতি বছরের ২৪ মে নগদ টাকাসহ সোনার গহনা নিয়ে ভারত থেকে উল্লাপাড়ায় জুয়েলের কাছে চলে আসেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, উল্লাপাড়ায় এসে ভারতীয় ওই গৃহবধূ নিজেকে নাইসা মল্লিক নামে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তিনি নার্গিসা বেগম মল্লিক। চলতি বছরের ২৪ মে জুয়েলের কাছে চলে আসেন তিনি। পরদিন সিরাজগঞ্জ আদালতে দুজন বিয়ে করেন। এরপর দিব্যি সংসার করছিলেন তারা। এতে আপত্তিও তোলেনি জুয়েলের পরিবার। তবে ভারতে স্বামী-সন্তান রয়েছে সে বিষয়টি গোপন করেছিলেন নার্গিসা।

কিন্তু বিয়ের কয়দিন পরেই ভারতীয় গণমাধ্যমে তিনি স্বামী-সন্তান রেখে টাকা ও সোনা নিয়ে পালিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়। এতে বলা হয়, ১২ বছর আগে মীর ফজলুর রহমানের সঙ্গে নার্গিসা বেগম মল্লিকের বিয়ে হয়। তাদের আট বছরের সন্তানও রয়েছে। হঠাৎ নিখোঁজ হন গৃহবধূ নার্গিসা। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন স্বামী ফজলুর রহমান।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মামুন বলেন, পারিবারিক ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে জুয়েল ও নার্গিসার বিয়ে হয়েছে। তারা দুজন কয়েক মাস ধরে সংসার করছেন।

এম এ মালেক/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।