ভোলার মেম্বার প্রার্থীদের সংঘর্ষ : গুলিবিদ্ধ ১


প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৮ মার্চ ২০১৬

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নে ৭নং ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাইফুল সিকদার ও ধারালো অস্ত্রের আঘাতে আহত ইউসুফ হোসেনকে আশঙ্কাজনক আবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় দু`জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, দুটি সর্টগানের বুলেটের খোশা, একটি চকলেট বোমা ও একটি পাইপ গান উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাকসুদুর রহমান ও হাসেম ফকিরের সমর্থকদের মধ্যে প্রচার-প্রচারণা নিয়ে বিরোধ দেখা দেয়। শুক্রবার রাতে উভয় প্রার্থী সমর্থকরা হাজিরহাট এলাকায় গণসংযোগ করছিল। এ সময় কথাকাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এছাড়া উপজেলার বাপ্তা, ভেদুরিয়া , ভেলুমিয়া, তজুমদ্দিনের সাচড়া এলাকায়ও মেম্বার প্রার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে । ওই সব এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

অমিতাভ অপু/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।