পাহাড় ধস
সড়ক থেকে সরানো হলো বিশাল পাথর, বাইক চলাচলে সতর্কতা
বান্দরবান-থানচি সড়ক থেকে পাহাড় ধসে পড়া পাথর সরানো হয়েছে। এখন সড়ক যোগাযোগ সচল হয়েছে। তবে মোটরসাইকেল চলাচলে সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেওয়া হয়।
শুক্রবার (৪ আগস্ট) দুপুর ২টায় থানচি ফায়ার সার্ভিসের টিমলিডার তরুণ বিকাশ বড়ুয়া বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন: পাহাড়ধস, বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বন্ধ

নীলগিরি পর্যটন কেন্দ্র থেকে নিলদিগন্ত পর্যটন কেন্দ্রের মাঝে গ্যালেঙ্গা ঝিরির শেষ মাথায় ২৩ কিলো নামক স্থানে বৃহস্পতিবার রাতে পাহাড় ধসে সড়কে বিশাল আকৃতির একটি পাথর পড়ে। এতে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বন্ধ ছিল।
সেনাবাহিনী ও থানচি ফায়ার সার্ভিস যৌথভাবে সকাল থেকে ৩ ঘণ্টার চেষ্টায় পাথরটি সরাতে সক্ষম হয়েছে। তবে সড়কে কাদা মাটি জমে সড়ক পিচ্ছিল থাকায় ভারী যানবাহনের পাশাপাশি মোটরসাইকেল চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দেওয়া হয়।
নয়ন চক্রবর্তী/এসজে/জিকেএস