যমুনায় সাঁতার প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০৫ আগস্ট ২০২৩

সিরাজগঞ্জের যমুনা নদীতে ৫০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তের ১৭ জন সাঁতারু অংশ নেন।

শনিবার (৫ আগস্ট) সকালে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সিরাজগঞ্জ সদর উপজেলার ক্রসবার-১ থেকে শুরু হয় সাঁতার প্রতিযোগিতা। চৌহালী উপজেলার যোতপাড়া ঘাটে সাঁতার শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বগুড়ার ছেলে রাব্বী রহমান। দ্বিতীয় হন গাইবান্ধার সোহাগী। তৃতীয় স্থান অধিকার করেন টাঙ্গাইলের বদর আলী।

এসময় ক্রীড়া অধিদপ্তরের উপ-পরিচালক ফেরদৌস আলম, বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক মনিরুজ্জামান, টাঙ্গাইলের ক্রীড়া কর্মকর্তা আল-আমীন, চৌহালী থানার ওসি হারুন অর রশিদ ও খাষকাউলিয়া ইউপি চেয়ারম্যান আবু সাইদ বিদ্যুৎ উপস্থিত ছিলেন।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এম এ মালেক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।