নিখোঁজের দুদিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাংকে মিললো মরদেহ
নিখোঁজের দুইদিন পর সেপটিক ট্যাংক থেকে আ. কুদ্দুস প্রামাণিক (৫৫) নামে এক ব্যক্তির হাত- পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউপির দড়ি শ্রীকোল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আ. কুদ্দুস প্রামাণিক দড়ি শ্রীকোল গ্রামের মৃত শিহাব উদ্দিনের ছেলে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ উদ্দিন জানান, মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর থেকে কুদ্দুস প্রামাণিকের কোনো খোঁজ পাচ্ছিলেন না স্বজনরা। বিভিন্ন স্থানে খুঁজেও না পেয়ে বুধবার থানায় সাধারণ ডায়রি করেন তারা। বৃহস্পতিবার সকালে খালের পাশে কুদ্দুসের এক প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাঙ্কে মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। মরদেহটিতেও পচন ধরেছে।
নিহতের ছেলে শরিফুল ইসলাম বলেন, তিনি রূপপুর প্রকল্পে কাজ করেন। তার বাবা একজন নিরীহ মানুষ ছিলেন। মঙ্গলবার তিনি কাজ থেকে বাড়ি এসে শোনেন বাবা নিখোঁজ। তার বাবাকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় থানায় নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আমিনুল ইসলাম জুয়েল/এফএ/জিকেএস