বিনা টিকিটে ভ্রমণ, ভাড়াসহ জরিমানা গুনলেন ৬৫০ ট্রেনযাত্রী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১১:৩৯ এএম, ১২ আগস্ট ২০২৩

পাকশী বিভাগীয় রেলওয়ের ছয়টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে ৬৫০ যাত্রীর কাছ থেকে এক লাখ ৩৩ হাজার ২৯৫ টাকা ভাড়াসহ জরিমানা আদায় করা হয়েছে।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের (রাজশাহী) ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার এ অভিযানে নেতৃত্ব দেন। এসময় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নূরুল আলমসহ গার্ড, টিটিই, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শুক্রবার (১১ আগস্ট) সকাল ৯টা থেকে রাত প্রায় ১১টা পর্যন্ত একটানা ১৪ ঘণ্টা ৪৫ মিনিট পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় বিভিন্ন ট্রেন ও স্টেশনে ব্লক চেকিংয়ের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সিল্ক সিটি এক্সপ্রেস (আপ), সুন্দরবন এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস (আপ), রংপুর এক্সপ্রেস (ডাউন), পঞ্চগড় এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস (ডাউন) ট্রেনে অভিযান চালানো হয়। এসময় ব্লক চেকিং অভিযান পরিচালনা করা হয় রাজশাহী, ঈশ্বরদী বাইপাস, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, বড়াল ব্রিজ, নাটোর ও সান্তাহার স্টেশনে।

পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম জাগো নিউজকে বলেন, অভিযানে ৬৫০ জন যাত্রীর কাছ থেকে ভাড়াবাবদ ৯৯ হাজার ১৪৫ টাকা ও জরিমানা ৩৪ হাজার ১৫০ টাকাসহ মোট এক লাখ ৩৩ হাজার ২৯৫ টাকা আদায় করা হয়।

শেখ মহসীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।