কিশোরগঞ্জে এলজিইডি ভবনে অগ্নিকাণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১৩ আগস্ট ২০২৩

কিশোরগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১২ আগস্ট) দিনগত রাত ২টার দিকে রেলওয়ে স্টেশনের কাছে ওই অফিসে আগুনের সূত্রপাত হয়। পরে ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুজর গিফারি জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে আগুনে পুড়ে ছাই ৯ দোকান-বসতঘর

তিনি বলেন, শনিবার দিনগত রাত ২টার দিকে আগুন লাগার খবর পাই। পরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

কিশোরগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলাম বলেন, রাতে হঠাৎ ভবনের দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়। বারান্দার তার পুড়ে যাওয়াসহ কিছু ক্ষতি হয়েছে। তবে ভবনের বিভিন্ন কক্ষের ভেতরে থাকা নথিপত্র সবই অক্ষত রয়েছে। এছাড়াও নির্বাহী প্রকৌশলীর কক্ষেরও সবকিছুই অক্ষত আছে। অগ্নিকাণ্ডে তেমন বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

এসকে রাসেল/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।