জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৩:২২ পিএম, ১৪ আগস্ট ২০২৩

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা বেপারীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের খয়বর হোসেনের ছেলে।

jagonews24

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তালুক জামিরা বেপারী পাড়ার জাহাঙ্গীর আলমের সঙ্গে কবিরাজ পাড়ার মতিয়ার রহমান গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এরই জেরে দুপুরে তাদের দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষের বেধে যায়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শামীম সরকার শাহীন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।